মধুকল্পিতা চৌধুরী
বন্যা কবলিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলমগ্ন মালদা, দুই-দিনাজপুর। বন্যার কারণে বাতিল হচ্ছে একের পর এক দূরপাল্লার ট্রেন। জলে ডুবে বন্ধ সড়কপথও। কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা তা নিয়ে সন্দিহান সকলেই। তাই বন্যায় আটকে পড়া যাত্রীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো রেল প্রশাসন। হাওড়া থেকে রায়গঞ্জ পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। বন্যায় আটকে পড়া যাত্রীদের উত্তর দিনাজপুর ও হাওড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। রেল সূত্রের খবর, আগামী তিনদিনের জন্য হাওড়া-রায়গঞ্জের মধ্যে এই স্পেশাল ট্রেন চালানো হবে। ০৩১৫৭নং স্পেশাল ট্রেনটি আগামী ১৯, ২০ ও ২১ তারিখ হাওড়া থেকে ছাড়বে। অপরদিকে, ০৩১৫৮নং ট্রেনটি ২০, ২১ ও ২২ তারিখ রায়গঞ্জ থেকে ছাড়বে। স্পেশাল এই ট্রেনে টুএ, থ্রিএ, এসএল কোচ থাকছে। ইতিমধ্যেই চালু হয়েছে অনলাইন বুকিংও। রায়গঞ্জ স্টেশনের ম্যানেজার রাজু কুমার বাবু জানান, বন্যার জেরে অসমের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার জন্যই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই উদ্যোগে মালদা স্টেশনে আটকে পড়া যাত্রীদের বিশেষ সুবিধা হবে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন