নিজস্ব সংবাদদাতা :
জানেন কি মোহনবাগানের ক্রোমা কলকাতায় আসার আগে কার সঙ্গে শলা–পরামর্শ করেছিলেন? কার থেকেই বা কলকাতার ফুটবল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন? নামটা শুনলে একটু অবাক নিশ্চয়ই হবেন। তিনি চিরশত্রু ক্লাব ইস্টবেঙ্গলের পিয়ারলেস ম্যাচের নায়ক সুরাবুদ্দিন মল্লিক। গত বছর চার্চিলে খেলাকালীন দু’জনের বন্ধুত্ব দারুণ ছিল। জিগরি দোস্ত বললেও ভুল বলা নয়। মোহনবাগানে সই করার আগে সুরাবুদ্দিনের থেকে নানান তথ্য জেনেছিলেন ক্রোমা।
সনি নর্ডির মতো চুলের স্টাইল ক্রোমার। যে চুলের স্টাইলে ইতিমধ্যেই সমর্থকদের কাছে ‘ফেমাস’ হয়েছেন, সেই চুলের স্টাইলও সুরাবুদ্দিনের পরামর্শে। চার্চিলে খেলা কালীন স্কুটি নিয়ে দু’জনে গোয়ার এদিক–সেদিক ঘুরতেন। যতই বন্ধুত্ব থাকুক, ডার্বির আগে সব বন্ধুত্ব ভুলে দু’জনেই তখন একে–অপরের শত্রু হয়ে উঠবেন তাতে কোনও সন্দেহ নেই।