Breaking News
Home / TRENDING /  বিশ্বাসযোগ্যতার বার্তা দেওয়া সার, সর্বদা গোয়েন্দা নজরে মুকুল-পুত্র

 বিশ্বাসযোগ্যতার বার্তা দেওয়া সার, সর্বদা গোয়েন্দা নজরে মুকুল-পুত্র

নীল বণিক :

শুধুমাত্র মুকুল রায় নন, তাঁর পুত্র শুভ্রাংশু রায়ও গোয়েন্দাদের কড়া নজরদারিতে রয়েছেন। মুকুল রায় দল ছেড়ে যাওয়ার পর শুভ্রাংশু বলেছেন যে তিনি কোনওদিন তৃণমূল ছাড়বেন না। তিনি শুনিয়েছেন তাঁর দুই স্বত্বার কথা। একটি তাঁর রাজনৈতিক সত্বা আর একটি পারিবারিক সত্বা। শুভ্রাংশুর বক্তব্য, তাঁর রাজনৈতিক সত্বা জুড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পারিবারিক সত্বা জুড়ে তাঁর পরিবার এবং অবশ্যই তাঁর পিতা মুকুল রায়। এই দুই সত্বায় কোনও বিরোধ নেই বা ভবিষ্যতেও বিরোধ হবে না বলেই দাবি মুকুলপুত্রের।
এক সময় যাঁরা তাঁর বাবার সামনে চোখ তুলে কথা বলতে পারত না তাঁরাও এখন তাঁর বাবার ‘মুণ্ডপাত’ করছেন! তাঁর বাবার কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে যেসব নেতারা আড়ালে গজগজ করতেন কিন্তু তাঁর বাবার সামনে মুখ খুলতে পারতেন না, তাঁরা এখন তাঁদের পাড়ায় এসে মুকুল রায়ের ওপর বিষোদগার করছেন। শুভ্রাংশু, মুকুলের প্রিয় হাপুন, এসব দেখছেন এবং হজম করছেন। বলছেন, তিনি তাঁর বাবার সঙ্গে একমত নন।
এতকিছুর পরেও কী দলনেত্রীর আস্থা অর্জন করতে পারছেন শুভ্রাংশু!
পুলিশ সুত্রে যা খবর তাতে আস্থা তো দুরের কথা বরং তাঁকে কড়া নজরে রাখারই নির্দেশ রয়েছে গোয়েন্দা বিভাগের কাছে।
দলের শীর্ষ নেতৃত্ব, শুভ্রাংশুর বর্তমান বাবা-বিরোধী ভূমিকায় মুকুলেরই কোনও চাল রয়েছে বলে মনে করছেন। সূত্রের খবর শুভ্রাংশুকে নজরে রাখতে সরাসরি পুলিশকেই কাজে লাগাচ্ছে নবান্ন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে নজরে রেখেছেন। জেলার ডিআইবির দুই আধিকারিক তাঁকে সবসময় নজরে রেখে চলেছেন। তারপর তো রাজ্য আইবির গোয়েন্দারা আছেনই। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দারাও তাঁকে সবসময় নজরে রাখছেন। কলকাতা পুলিশের দু’জন এসআই মুকুলপুত্রের নজরদারি করছেন বলে সূত্রের খবর। কয়েকদিন আগে স্পেশাল ব্রাঞ্চের এক বৈঠকে কলকাতা পুলিশের এক আইপিএস জানিয়েছেন ‘শুভ্রাংশুর কোনও খবর মিস করা যাবে না। খবর পাওয়া মাত্রই সাহেবদের জানাতে হবে।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

অস্ত্রোপচারের পর কেমন আছেন পরম ঘরণী?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, সোমবার একপ্রকার চুপিসারেই বিয়ে সারেন পিয়া ও পরম। বিয়ের পরদিনই অসুস্থ …

বিয়ের রাত পোহাতেই হাসপাতালে পরমের নববধূ প্রিয়া

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া চক্রবর্তী। সূত্রের খবর, এক …

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *