নীল বণিক :
এবার সিবিআই-এর জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন উঠে গেল! আর প্রশ্নকর্তা আর কেউ নয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্বয়ং।
সিনেমা হলে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয়তাবোধ নিয়ে প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারির কড়া ধমক খেল সিবিআাই।
শুনানি চলছিল রবীন্দ্রনাথের নোবেল চুরি মামলার। নোবেল কান্ডের তদন্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি। এতদিন ধরে তদন্ত করে সিবিআই কি করতে পেরেছে জানতে চান তিনি। একই সঙ্গে প্রশ্ন করেন ঠিক কোন যুক্তিতে সিবিআই-এর হাত থেকে তদন্তভার নিয়ে সিআইডিকে দেওয়া হবে না!
সাতদিনের মধ্যে এই সংক্রান্ত সব রিপোর্ট জমা দিতে সিবিআই-কে নির্দেশ দেন প্রধান বিচারপতি। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানিয়েছেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan