নিজস্ব সংবাদদাতা :
অনূর্ধ্ব–১৭ যুব বিশ্বকাপের ভারতের দলের কিছু ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ফেডারেশন। বাংলার তিন ফুটবলারই ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি করেছে। তিন বছরের। অভিজিৎ সরকার, রহিম আলি ও জিতেন্দ্র সিং। তিনজনকে নিয়ে অনেক জল্পনা চলছিল। কোনও কোনও সংবাদমাধ্যম তো আবার জিতেন্দ্রকে বিদেশের ক্লাবে সই করিয়েই ছাড়বে। চ্যানেল হিন্দুস্তান বলছে, তিন বঙ্গসন্তানই ভারতের হয়ে সই করে দিয়েছে। তবে, চুক্তির একটা শর্ত রয়েছে। সেটা হল, ফুটবলাররা মনে করলে তিন বছরের চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারে। কারণ তিন ফুটবলারের কাছে আইএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে। তবে, চুক্তি ভেঙে বেরিয়ে আসার বিষয়টা খুবই গোপন। ফুটবলাররা তা নিজে মুখে স্বীকার করতে চাইছে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan