দেবক বন্দ্যোপাধ্যায় :
একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘শহীদ’দের পরিবার পিছু দু’লাখ টাকা দেওয়ার কথা। তাঁর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কমিশনের সুপারিশ দু’লাখ না তার চেয়ে অনেক বেশি? আইন জগতের হাঁড়ির খবর যাঁরা রাখেন তাঁরা বলছেন অনেক বেশি। বর্ষীয়ান আইনজীবী সর্দার আমজাদ আলির বক্তব্য, “মুখ্যমন্ত্রী ‘শহীদ’ পরিবারগুলিকে মমতা বঞ্চনা করছেন। কমিশনের সুপারিশ মুখ্যমন্ত্রীর ঘোষণার চেয়ে অনেক অনেক বেশি।”
এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা যত অভিযোগ এনেছে সেগুলির মধ্যে সম্ভবত এই অভিযোগটি সবচেয়ে তীব্র। যে একুশে জুলাই নিয়ে এতদিন ধরে এত মাতামাতি, এত প্রচার, এত জন-সমাগম আবার জন-সমাগমের প্রচার সেই একুশে জুলাই-এর কিনা গোড়ায় গলদ! এখন এই আলোচনাতেই মজেছে কলকাতার রাজনৈতিক মহল।
শণিবার চ্যানেল হিন্দুস্তানকে সর্দার আমজাদ আলি বলেন, “আমি যতদুর জানি কমিশনের সুপারিশে শহীদদের পরিবার পিছু অনেক মোটা অঙ্কের টাকা এবং আহতদের দু’লাখ টাকা দেওয়ার কথা বলা আছে। আমি বিস্মিত মুখ্যমন্ত্রী শহীদ পরিবারকে মাত্র দু’লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন।”
আমজাদ আরও বলেন, “সেদিন প্রায় দু’শ মানুষ আহত হয়েছিলেন। তাঁদের সকলের কোনও খোঁজ নেই। বহুদিন ধরে বলা হচ্ছে আহতদের একটা তালিকা তৈরি করা হোক। সে কাজ এখনও হয়নি।”
সরকারপক্ষে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কেউ এই বিষয়ে মুখ খুলতে চাননি।
আরও পড়ুন :-
একুশের মঞ্চে দাঁড়িয়ে বেআইনী কথা মুখ্যমন্ত্রীর, তোপ অরুণাভর (দেখুন ভিডিয়ো)