ওয়েব ডেস্ক:
আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে খেলে জাদু দেখিয়েছেন মাউরো ওর্টিজ। তিনি বোকা জুনিয়ার্সে খেলেন ১৩ নম্বর জার্সি পরে। শোনা যাচ্ছে, এবার তিনি সবুজমেরুন জার্সি পরে খেলবেন। স্ট্রাইকার পজিশনে খেলেন। ওর্টিজের এজেন্ট খুশি মোহনবাগানের অফারে। সব ঠিক থাকলে চুক্তিপত্রে সই হতে খুব দেরি নেই। মোহনবাগান কোচ সঞ্জয় সেনও ভীষণা ভাবে চাইছেন এই আর্জেন্টিনীয় ফুটবলারকে। উনি এলে কলকাতা ময়দানে নতুন ইতিহাস তৈরি হবে! সোনি নর্ডি হাতছাড়া হতেই এমনটাই ভেবেছেন সবুজমেরুন কর্তারা। নর্ডিকে তাঁর পুরনো দল মুম্বই এফসি প্রায় তিন কোটি টাকা দেবে বলেছে। তাই সবুজমেরুন কর্তারা ধরেই নিয়েছেন নর্ডি আইএসএল-ই খেলবেন। তাই আর্জেন্টিনীয় ওর্টিজের সঙ্গে যোগাযোগ করেছে মোহনবাগান। যদিও সবুজমেরুন কর্তারা গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন।