দেবক বন্দ্যোপাধ্যায়
:
তৃণমূল ছেড়ে মুকুল কী অন্য তীরে তাঁর তরী ভেড়াবেন নাকি সবই নাটক! এসব নিয়ে যখন সব মহলেই চলছে জোর চর্চা ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি দুই তিন শব্দ। যা নিয়ে এখন রীতিমত বাজার গরম রাজনৈতিক মহলে। কি সেই বাক্য? সেটি হল, খোলা হাওয়ার সন্ধানে। তারিখ লেখা আছে, এই মাসের নয় তারিখ।
কয়েক বছর আগে আপাত অরাজনৈকিক একটি সংগঠন ‘খোলা হাওয়া ‘ আত্মপ্রকাশ করেছিল। তাদের অনুষ্ঠানে তাৎপর্যপুর্ণভাবে, মুকুল রায়কে দেখা গিয়েছিল সেই সময় যখন মমতা -মুকুল দুরত্ব সবে বাড়তে শুরু করেছে।
মুকুলের সঙ্গে খোলা হাওয়ার কী এবং কতটা সম্পর্ক তা স্পষ্ট নয়। তবে সংগঠনের যাঁরা খাতায় -কলমে কর্তা, তাঁদের ভূমিকাও মুকুল শিবিরের পছন্দ ছিল না।
এবার আবার খোলা হাওয়ার সন্ধানে। মুকুল-শ্যালক সৃজন রায়ের বক্তব্য, “এই হাওয়া মুকুলের হাওয়া নয় “। তবে কে আছে পিছনে? স্বাক্ষর বিহীন, নাম গোত্রহীন এই প্রচার কার!
দলের মধ্যে যিনি এখন মুকুলের কট্টর বিরোধী বলে পরিচিত সেই অভিষেক নয় তো!
প্রকাশ্যে না বললেও, এই প্রচারের পিছনে অভিষেকেরই হাত দেখছে মুকুল-মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news