মধুমন্তী :
‘বন্ধু থাক হৃদয় মাঝে,
হিরোশিমা আজও হৃদয়ে বাজে’
গতকাল ছিল ৬ অগস্ট, হিরোশিমাদিবস। তবে সোশ্যাল মিডিয়ার পাতা অন্য কথাই বলছিল। থরে থরে ছবি সাজিয়ে বন্ধুদের উদ্দেশে চলেছে দেদার পোস্ট। কারণ, গতকাল ছিল নাকি বন্ধুত্ব দিবস।
সালটা ১৯৪৫, ৬ অগস্ট। হিরোশিমার ওপর ‘লিটল বয়’ নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পারমাণবিক বোমায় মুহূর্তে ধ্বংসস্তূপে পরিনত হয়েছিল হিরোশিমা। আজ তার ৭২ বছর পরেও হিরোশিমা এবং নাগাসাকির প্রতিটা প্রজন্ম তার দায় বয়ে নিয়ে যাচ্ছে। তবে সে সব বেমালুম ভুলে গিয়ে আপদমস্তক বন্ধুত্বদিবস নিয়ে মেতে উঠেছিল মানুষ।
তবে সেইদিনটিকে মূলত মাথায় রেখেই নন্দন চত্বরে নাটক প্রযোজনা করল তৃতীয় ধারার নাট্যদল ‘আয়না’। নাটকের নাম ‘শোক প্রস্তাব’। যেখানে উঠে এসেছিল পরমাণু বোমা এবং তার মারাত্মক ক্ষতিকর দিকগুলোর কথা।
আয়না’র এক কর্মী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য জানান, “মানুষ পরমাণু নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে বটে তবে তার ফলে যে ছাই উৎপন্ন হচ্ছে তা মারাত্মক। কারণ, এক গ্রাম ছাইয়ের তেজস্ক্রিয়তা শেষ করতে গেলে ৬০০ বছর সময় লাগে। পোখরান থেকে উত্তর কোরিয়ায় দিনের পর দিন চলছে পরীক্ষানিরীক্ষা। যা পৃথিবীর মাটিকে দূষিত করছে মারাত্মকভাবে এবং এমনভাবে দূষিত করছে যা পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা আর যায় না। সুতরাং এই দূষণ বন্ধ হোক, নিউক্লিয়ার পরীক্ষা বন্ধ হোক।”
তাই প্রবহমান রীতি মেনে বন্ধুত্বদিবসের জোয়ারে গা না ভাসিয়ে এমন বন্ধুর পথগুলোয় বন্ধুকেই পাশে চায় হিরোশিমা এবং নাগাসাকি।
দেখুন নাটকের কয়েক ঝলকের ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন