মধুকল্পিতা চৌধুরী :
আহমেদ প্যাটেলকে শেষ পর্যন্ত রাজ্যসভায় পাঠাতে পেরে এখন বেশ চাঙ্গা দেখাচ্ছে গুজরাত কংগ্রেস নেতৃত্বকে। শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের তোড়জোড়। এই বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। প্রায় দু’দশক পার হয়ে গেল গুজরাতে গদিচ্যুত কংগ্রেস। টানটান উত্তেজনার পর আহমেদ প্যাটেলের জয় কংগ্রেসকে এক প্রকার অক্সিজেন দিয়েছে বলে অনেকে মনে করছেন। যদিও আহমেদ প্যাটেলকে জিতিয়ে সনিয়াকে খুশি করতে কংগ্রেস যে পদ্ধতি গ্রহণ করেছিল, তাতে তাদের লাভের চেয়ে লোকসানের সম্ভাবনাই বেশি বলে মনে করছে বিজেপি। মুখে যাই বলুক, কংগ্রেসেরও সম্ভবত এই বিষয়টি মাথায় আছে। তাই তারা প্রিয়াঙ্কাকে ভোটের ময়দানে নামিয়ে বাজিমাত করতে চাইছে। এমনিতে রাহুলের হঠকারী সিদ্ধান্তে দলে বিড়ম্বনা বাড়ছে বই কমছে না। জয়রাম রমেশের মত ১০ জলপথ ঘনিষ্ঠ নেতা প্রকাশ্যেই বলছেন, দলের অস্তিত্ব সংকটের কথা। এই সংকটের দায় যে প্রধানত রাহুলের ওপরেই বর্তায়, তা বলার অপেক্ষা রাখে না। তাই মোদিকে তাঁর নিজের মাঠে হারাতে এবার রাহুলের বিকল্প চাইছে গুজরাত কংগ্রেস। তাদের পছন্দ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা একান্তই রাজি না হলে অন্য কেউ।
বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য ১৫০ টি আসন জেতার ব্যাপারে নিশ্চিত