নীল বণিক :
পাহাড়ের মানুষের আবেগ বুঝেই সিদ্ধান্ত নিতে চাইছেন বিনয তামাংরা। রাজ্যের ডাকা সর্বদলীয় বৈঠকে আলাদা রাজ্যের দাবিতে সওয়াল করে পাহাড়ের সবকটি রাজনৈতিক দল। তবে পাহাড়ের প্রধান বিরোধী দল মোর্চা নেতারা এদিন কিছুটা নমনীয় ছিলেন। তবে রাজ্যের ডাকা বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে একপ্রকার স্নায়ুর খেলা চলছে বলে সুত্রের খবর। বিনয তামাংরা ভাল করেই জানতেন আলাদা রাজ্যের দাবি কোনও মতেই মানবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও রাজ্যকে চাপে রাখতে একাধিক দাবি রেখেছে মোর্চা নেতৃত্ব। মোর্চা নেতৃত্ব চাইছে পাহাড়ে আন্দোলন করতে গিয়ে যেসব নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, সেই মামলা প্রত্যাহার করুক রাজ্য। পাহাড়ের বেশির ভাগ নেতাই পুলিশের মামলার ফলে ঘরছাড়া। তাই তাঁদের ঘরে না ফিরিয়ে এই মুহূর্তে পাহাড়ে বনধ প্রত্যাহার করলে পাহাড়ের মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সব অনেক কিছু মাথায় রেখে রাজ্যের ডাকা প্রথম দিনের বৈঠকে সিদ্ধান্তে পৌঁছাতে চাননি বিনয় তামাংরা। তারপরে রয়েছে তাঁদের বিরোধী দল গুলির চাপ। সম্মানজনক শর্তে বনধ প্রত্যাহার না করতে পারলে পাহাড়ের রাজনীতিতেও কোণঠাসা হয়ে পড়বে মোর্চা নেতারা। এমনিতেই তাঁদের ঘাড়ে নিশ্বাস ফেলছে জিএনএলএফ।