নিজস্ব সংবাদদাতা :
সিকিম যাওয়ার পথে বাগানে বিপত্তি। ফুড পয়েজন হওয়ায় ইয়ুতা ইকোয়াকি–কে ছাড়াই সিকিম পাড়ি দিল মোহনবাগান। ইয়ুতাকে শিলিগুড়িতে নামিয়ে দেওয়া হয় তাঁকে। শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁকে। তবে, আপাতত সুস্থ আছেন তিনি। ইয়ুতা নতুন বিদেশি। সিকিম গভনর্স গোল্ড কাপে ইয়ুতাকে দেখে নিতে চেয়েছিলেন বাগান কোচ। সে সুযোগ হাতছাড়া হল। সূত্রের খবর, ইয়ুতা এখন সুস্থ আছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তঁাকে কলকাতায় ফিরিয়ে না হবে। তবে, বাগান শিবিরে চিন্তার কিছু নেই।