ওয়েব ডেস্ক
গোধরাকাণ্ডে কোনও আসামীর মৃত্যুদণ্ড হচ্ছে না। এদিন গুজরাত হাইকোর্ট ১১ জন মৃত্যুদণ্ডকারী আসামীর সাজা বদলে যাবজ্জীবনের নির্দেশ দেয়। পাশাপাশি গোধরাকাণ্ডে মৃতদের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয় রেল ও সরকারকে।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭শে ফেব্রুয়ারি গোধরায় সবরমতী এক্সপ্রেসের এসি-৬ কামরায় আগুন ধরে যায়। ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয় ৫৯ জন যাত্রীর। ঘটনায় গুরুতর নাশকতার অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত শুরু করে সিট। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। প্রায় ৯ বছর পর ২০১১ সালের ১লা মার্চ ৩১জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। ঘটনায় মুক্তি পান ৬৩ জন। অপরদিকে দোষী সাব্যস্তের মধ্যে ১১ জনের ফাঁসির নির্দেশ দেয় বিশেষ আদালত। বাকি ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
তবে, ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, গোধরাকাণ্ডে কোনও আসামী ফাঁসি হচ্ছে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan