দেবক বন্দ্যোপাধ্যায় :
দেবী দুর্গার ছবি বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং শিল্পী । দেবী দুর্গার অর্ধনগ্ন ছবি নিয়ে শেষ কয়েকদিন ধ’রে চলছে বিতর্ক, উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনকী পথে নেমে প্রতিবাদ করেছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। ছবির সমর্থনে কথা বলেছেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। সমর্থনে মুখ খুলেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিতর্কিত ছবির শিল্পী এতদিন চুপ করেই ছিলেন। শুক্রবার, তাঁর নিজের আঁকা ছবিটির সম্পর্কে তাঁর নিজস্ব ভাবনা ও অভিমত জানালেন চ্যানেল হিন্দুস্তানকে।
শিল্পী অমিতাভ চন্দ্র বয়সে তরুন। কেন দেবীকে আঁকলেন এভাবে? প্রশ্ন করায় বললেন,’ আমি যেভাবে এঁকেছি এটা একেবারেই ভারতীয় আর্ট ফর্ম। অজন্তা-ইলোরার গুহা চিত্রেও এমন ছবি পাওয়া যায়।’
কিন্তু নগ্ন ছবি অনেকের ভাবাবেগে…
প্রশ্ন শেষ করার আগেই কথা কেড়ে নিলেন অমিতাভ। বললেন, ‘আঘাত লাগাটা দুঃখের। তবে কি জানেন অজন্তা-ইলোরার গুহাচিত্র যখন আঁকা হয়েছে তখন উর্দ্ধাঙ্গ ঢাকার চল ছিল না। ভারতীয় ধারায় আঁকা ছবিটিতে অজন্তা-ইলোরার শিল্পকলাকেই অনুসরণ করা হয়েছে।’
অমিতাভ বলছেন শিল্পকে শিল্প হিসেবে দেখলেই ভাল। মা কালী তো নগ্ন। এটাই তো কালীর সনাতনী ফর্ম। কিন্তু তার জন্যে তো মাতৃভাবের কোনও অভাব হয় না! যাঁরা আঘাত পেয়েছেন বা যাঁরা প্রতিবাদ করেছেন তাঁদের উদ্দেশে এমন কথাই বলছেন শিল্পী।
কিন্তু এমন ছবি গ্যালারিতে সুন্দর হতে পারে যেখানে শুধু ছবির সমঝদার মানুষই আসবেন। প্রচ্ছদের ছবি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সেখানে যে সবাইকে ছবির সমঝদার হতে হবে তার কোনও নেই। এইরকম পরিস্থিতিতে মানুষ ছবিটিকে ভুল বুঝতেও পারেন। অন্তত শিল্পী যা বোঝাতে চাইছেন, যেভাবে চাইছেন সেটা তার বোধগম্য না হতেও তো পারে। তখন ছবিটির অন্য অর্থ তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। মানুষের ভাবাবেগে আঘাত লাগার সম্ভাবনাও রয়ে যায়।
তাই নয় কি?
কিঞ্চিত থেমে অমিতাভ বললেন, যাতে এমনটা না হয় সে জন্যে আমি একটি বক্ষ আবরণী দিয়েছি। অজন্তার ধারা বিশুদ্ধভাবে ফলো করলে সেটুকুও করা যেত না। তবু সাধারণ মানুষের যাতে আঘাত না লাগে সেই জন্যেই আমি ওটা করেছি।’
শেষে অমিতাভ যোগ করলেন, ‘আমি মায়ের ছবিই এঁকেছি। সেই ভাব নিয়েই এঁকেছি। প্রথমে মুখে চোখ না পড়ে কেন বুকে চোখ পড়বে? পৃথিবীর বহু শিল্পকর্ম আছে যা নগ্নমূর্তি। নগ্ন হলেই অশ্লীল হয় না।’
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-