ওয়েব ডেস্ক
স্কুলে স্কুলে এবার থেকে গাইতে হবে ‘বন্দেমাতরম’। এই নিয়ম চালুর পক্ষে প্রস্তাব রেখেছে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি বৃহত্তর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে (বিএমসি) এসে এমনই বক্তব্য রাখে গেরুয়া শিবির। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে খুব তাড়াতাড়ি বিএমসি-চালিত স্কুলগুলোতে চালু হতে পারে এই নিয়ম। যদিও এই নিয়ম চালু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাংশের মত যেসব স্কুলে মুসলিম পড়ুয়া রয়েছে তাদের সমস্যা হতে পারে। কারণ, মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী আল্লাহ্ ছাড়া অন্য কোনও নাম বন্দনা করা যাবে না। সেক্ষত্রে সেইসব পড়ুয়ারা কী করবে!
যদিও এই বিতর্ককে সেভাবে আমল না দিয়ে এক সাক্ষাৎকারে বিজেপির মুখপাত্র এস প্রকাশ জানান, “বন্দেমাতরম আমাদের জাতীয় সঙ্গীত। এই গান স্কুলে স্কুলে গাওয়া হলে কোনও সমস্যা হবে না বরং দেশের প্রতি ভালবাসা প্রকাশ পাবে। আমাদের এটা নিয়ে কোনও বিতর্ক তৈরি করা উচিত নয়।”
দলের অন্য এক নেতা জাফর ইসলাম জানান, “অন্য সমস্ত স্কুলেও চালু করতে হবে এই নিয়ম। যাঁরা এর মধ্যে খুঁত খুঁজতে চাইছেন তাঁরা ভুল করছেন। বিএমসি খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে, এটা অন্য স্কুলগুলোতেও চালু হোক।”
ইতিমধ্যেই গতকাল বিএমসি একটি নোটিস পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে এই গান প্রতিটা বিএমসি-চালিত স্কুলে গাওয়া হবে।
মুম্বইয়ের মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর জানান, “এই গান সপ্তাহে দু’বার গাইতে হবে।”
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রস্তাবটি মহারাষ্ট্র সরকারকে পাঠানো হবে। সরকারের সম্মতি মিললেই কার্যকর হবে এই নিয়ম।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন