নীল বণিক :
পাহাড়ে পুলিশের বড় কর্তাদের কাছেই থাকছে স্পেশাল কম্যান্ডো! আইপিএসদের নিরাপত্তা দেওয়াই এখন তাঁদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। তারপর বিভিন্ন স্তরের সরকারি আমলারা তো রয়েছেই। নীচু তলার পুলিশ কর্মীদের বক্তব্য আইজি, ডিআইজি ও এসপি পদমর্যাদার অফিসাররা পাহাড়ে বের হলে স্পেশাল ফোর্স নিয়েই তাঁরা বের হন। আর এমনিতে পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেভাবে স্পেশাল কমান্ডো পাওয়া যাচ্ছে না। থানার টহলদারির ভ্যানের সঙ্গে জওয়ানরা থাকে। সেখানেও এই সময় স্পেশাল কমান্ডো থাকা উচিত বলে মনে করছেন নীচু তলার পুলিশ কর্মীরা। পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে সবসময় ব্ল্যাক ক্যাট, কোবরা বাহিনী বা স্ট্যাকোর কমান্ডোদের রাখা উচিত। আর তা নাহলে ফের অমিতাভর মতো আরও অনেক পুলিশ কর্মীকে কফিন বন্দি হয়ে পাহাড় ছাড়তে হতে পারে। এমনিতে বৃহস্পতিবারের ঘটনার পর রাজ্য পুলিশের মনোবলে বেশ ধাক্কা লেগেছে। তাই নীচু তলার পুলিশ কর্মীরা মনে করছেন পুলিশের টহলদারিতে অবশ্যই কমান্ডো রাখা উচিত। তা নাহলে এরপর সাধারন অফিসাররা ভয়ে থাকবেন। আর এই সত্যটা পাহাড়ের দায়িত্বে থাকা আইপিএসরা না বুঝতে পারলে ঘোর সমস্যা হতে পারে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan