নিজস্ব সংবাদদাতা
মমতার বিরাগভাজন হয়ে এবার কি দফতরও খোয়াতে হবে শোভনকে? নবান্নের আনাচে কানাচে কিন্তু এমনটাই শোনা যাচ্ছে। কলকাতার মেয়র ছাড়াও শোভন চট্টোপাধ্যায়ের হাতে তিনটি মন্ত্রক রয়েছে। শোনা যাচ্ছে এবার তাঁর কাছ থেকে পরিবেশ ও আবাসন দফতরটিও সরিয়ে নেওয়া হতে পারে। তৃণমূল ভবনে শোভন বিরোধীদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছেন তাঁর মেয়র পদও চলে যেতে পারে। এমনকি দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদকে কলকাতার পরবর্তী মেয়র বলে ধরেই নিয়েছেন তাঁরা। ভবিষ্যতে শুধু দমকল মন্ত্রীর পদ আঁকড়েই রয়ে যেতে হতে পারে শোভনকে, এমনটাই মনে করছেন তৃণমূলের অনেকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan