নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সরকার করার দিকেই এগোবে বিজেপি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, দুর্গাপুরে এই কথাই বললেন মুকুল রায়।
তাঁর বক্তব্য, ত্রিপুরায় জনমতের বিরুদ্ধে একটি সংগঠিত লড়াই করে সিপিএম।
তবে এবার আবালবৃদ্ধবনিতার মাথায় চল পান্টাই স্লোগানটি গেঁথে বসিয়ে দিতে সক্ষম হয়েছে বিজেপি। এই স্লোগানই এবার মানিক সরকারদের যাবতীয় কৌশলী ছক তছনছ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বেশিরভাগ ভোটগুরুরাও এবার বামেদের থেকে বিজেপিকে অনেক এগিয়ে রেখেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan