নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত ভোট শান্তিপুর্ণ হবে না। শাসকদলের বিরোধীশুন্য পঞ্চায়েত করার ঘোষণার মধ্যেই এই সম্ভাবনা লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার, দুর্গাপুরে মুকুল রায়ও এই একই আশঙ্কার কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে একথাও জানাতে ভোলেন নি যে তাঁর নেতৃত্বে বিজেপি এবার ভোটের ময়দানে নেমে পিঠ দেখাবে না। লড়াই হবে। বিনা যুদ্ধে এক সুঁচ জমিও মমতাকে ছাড়বেন না মুকুল।
এদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা মনোনয়ন জমা দিতেই দেয় না। এই প্রসঙ্গে মুকুল বলেন, এই ব্যপারে শাসকদলের দোসর হল পুলিশ। সংবাদমাধ্যমকে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে হবে বলেও এদিন মন্তব্য করেন মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan