ওয়েব ডেস্ক:
আইএসএল-এ বিন্দুমাত্র আগ্রহ নেই সোনি নর্ডির। তিনি বলেই দিয়েছেন ভারতে খেললে সবুজমেরুন জার্সি পরেই খেলবেন। হাইতিয়ান এই তারকা নিয়মিত যোগাযোগ রাখছেন সবুজমেরুন কর্তাদের সঙ্গে। আই লিগের জন্য ডিপান্ডা ডিকা খেলবেন বাগানে।
আবার আইজলের ঘর ভাঙল ইস্টবেঙ্গল। লালহলুদ কর্তারা তুলে আইজলের স্ট্রাইকার ড্যানি মাভিয়াকে। গতবার মাভিয়া ভাল খেলেছিলেন আইজলের হয়ে। নিয়মিত গোলও করেছেন তিনি। আইজলের এই ফুটবলারকে পেয়ে আক্রমণ ভাগ জমাট করে নিল লালহলুদ।