ওয়েব ডেস্ক :
বলিউড মহলে যে কারওর সঙ্গে সলমনের মন কষাকষি যেন লেগেই থাকে। সে তালিকা বেশ বড়, এমনকী সেই তালিকা থেকে যে কিং খানও বাদ পড়েননি তা সকলেরই জানা। কিন্তু সেই ঝামেলাও মিটিয়ে নিয়েছেন দুই খান। এমনকী শাহরুখ অভিনীত আনন্দ এল রাই এর ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সল্লু ভাই, আর তাই ভাইজানকে একটা আস্ত মারসিরিস গাড়ি উপহার দিয়ে ফেলেছেন কিং খান।
এদিন সেই গাড়ি করে বান্ধবী লুলিয়া ভান্টুরকে নিয়ে লং ড্রাইভে গেছিলেন ভাইজান। তবে অতি আশ্চর্যের বিষয় সেই গাড়িতে শুধু লুলিয়া নয়, ছিলেন সোনাক্ষী সিনহাও।
কয়েকবছর আগে শোনা গেছিল সোনাক্ষী সিনহার সঙ্গে সম্পর্ক বিশেষ ভাল যাচ্ছে না সল্লু ভাইয়ের। যার কারনে ‘দবং’ ছবির সিক্যুয়ালে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন সোনাক্ষী। তবে এখন নাকি তিনি ‘দবং থ্রি’-তে অভিনয় করছেন বলে খবর।
বলি মহলে সকলেই চান ভাইজানের চেনা গণ্ডির মধ্যে আস্তানা গড়তে যতই মন কষাকষি হোক না কেন। তাতে ছবিতে কাজ পেতে নাকি সুবিধে হয়। তবে কী এবার সোনাক্ষীও সেই পথই অনুসরণ করছেন! সময় বলবে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন