নিজস্ব সংবাদদাতা
ডার্বির আবহ বাগানে।
অধিনায়ক সনি নর্ডি ডার্বির গুরুত্ব জানেন। তিনি নেতা এবার। কাঁধে বাড়তি দায়িত্ব তো নিতেই হবে। সনিও বুঝতে পারছেন। রবিবারের ডার্বিতে তিনি দৌড়লে টিম ছুটবে, তিনি থমকে গেলে টিমও মালগাড়ি হয়ে যাবে। এ দিন প্র্যাকটিস শেষে মোহনবাগান টিম গোল হয়ে দাঁড়িয়ে টিম মিটিংয়ে ব্যস্ত, তখন সনি নর্ডি একলা অনুশীলনে নিজেকে মগ্ন রাখলেন। প্রার্থনা সেরে সতীর্থরা ড্রেসিংরুমের পথে, সনি একা একাই ফিটনেস ট্রেনিং করছিলেন। ট্রেনার সমীরণের কাছে। মিনিট ৩০ মতো চলল সনির অনুশীলন। সেইসঙ্গে কোচ সঞ্জয় মিডফিল্ড সংগঠনের উপর জোর দিলেন। মিনার্ভা ম্যাচে মিডফিল্ডে সনি একা হয়ে যাচ্ছিলেন। সেটা কোচকে জানিয়েছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ বাগান কোচ।
( দেখে নিন ভিডিও)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan