বিশেষ সংবাদদাতা:
মুকুল- মমতা মুখোমুখি লড়াই শুরু।
এতদিন ধনুকে টঙ্কার দিচ্ছিলেন মুকুল। মমতা নিজে সম্মুখ সমরে না নেমে পার্থকে সামনে এগিয়ে দিচ্ছিলেন। আরও কয়েকজন স্বতপ্রণোদিত হয়ে মুকুলের মুণ্ডপাত করতে নেমে পড়েছিলেন ময়দানে। এবার আসরে স্বয়ং নেত্রী। বুধবার, বিশ্ববাংলা বিতর্কে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের নামে কুৎসা রটাতে পরিকল্পনা মাফিক এই অভিযোগ তুলছেন বিরোধীরা। বিশ্ববাংলা লোগো আমার তৈরি। আর তা বিক্রি করে পয়সা নেব? হতেই পারে না। কেউ কখনই নিজের স্বপ্ন বিক্রি করে না।” বিধানসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, “কখনও সরকার যদি বিশ্ববাংলা লোগো ছেড়ে দিতে চায়, তাহলে আমি চাইব আমার কাছেই বিশ্ববাংলা লোগো ফিরে আসুক। বিরোধীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্ববাংলা একেবারেই সরকারের সম্পত্তি।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan