নিজস্ব সংবাদদাতা :
দুর্ঘটনার হাত থেকে বঁাচলেন বাগান তারকা সনি নর্ডি। এদিন অুশালনের পর বাড়ি ফেরার পথে নিউটাউনে ঢোকার মুখে সনির গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে আরেকটা গাড়ি। সনির গাড়ির সামনের বনেটের ডান দিকের অংশটা অল্প তুবড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাগানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান তড়িঘড়ি। গাড়ি সারিয়ে ওই গাড়ি নিজেই চালিয়ে নিজের ফ্ল্যাটে ফেরেন। সনি সেফ রয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/bagan-player-copy/