নিজস্ব সংবাদদাতা :
আইএসএল দরজায় কলিং বেল বাজাচ্ছে। সব দলই যে যার মতো করে প্রস্তুতি সারছে। এটিকে–র ফুটবলার প্রবীর দাস সোমবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণেশ্বরে যান পুজো দিতে, আশীর্বাদ নিয়ে এলেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। পাশাপাশি, ছোটবেলার কোচ গৌতম নাহা, আলোক রুদ্র, ব্যক্তিগত মেন্টর সম্রাট চক্রবর্তীর সঙ্গে দেখা করে পরামর্শ নেন। এটিকে–র আশুতোষ মেহতার চোট লেগেছে। শুরুর দিকে কয়েকটা মআচে অনিশ্চিত আশুতোষ। ফলে প্রথম একাদশে ঢুকেছেন প্রবীর। এবারের আইএসএল প্রবীরের কাছে নতুন চ্যালেঞ্জ। গত বছর প্রথমদিকে তেমনভাবে প্রথম একাদশে সুযোগ পাননি। এবার তাই শুরু থেকেই প্রথম একাদশে ঢোকার জন্য জান লড়িয়ে দিচ্ছেন প্রবীর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan