নিজস্ব সংবাদদাতা :
স্বস্তিতে সনি নর্ডি ও বাগান সমর্থকরা।
ভয় নিয়ে বুধবারের সকালের বিমানে মুম্বই গিয়েছিলেন। অস্থি বিশেষজ্ঞ অনন্ত যোশিকে দেখানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন সনি। সেইসঙ্গে চিন্তা কাটল বাগান সমর্থকদের। চিকিৎসক সনিকে বলেছেন, হঁাটুতে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আগামী ২ সপ্তাহ বিশ্রামে থাকলেই চলবে। তার মানে ২১ জানুয়ারি ডার্বি থেকে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি। চিকিৎসক দেখানোর পর হাসিমুখে ছবি তুলে স্ত্রী কিম্বার্লিকে মুম্বই থেকে পাঠিয়েছেন সনি। সনির সঙ্গে মুম্বই গিয়েছিলেন ফিজিও অভিনন্দন চ্যাটার্জি। সেই ছবি পোস্ট করে কিম্বার্লি লিখেছেন, ডাক্তার দেখানো হয়েছে। চিন্তার কিছু নেই। সনি বলেন, ‘ডাক্তার বলেছেন, এখনই অপারেশন করার দরকার নেই। ওষুধ দিয়েছে। ব্যথা কমে কিনা দেখা যাক। ব্যাথা না কমলে তখন অপারেশন করতে হতে পারে।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan