নিজস্ব সংবাদদাতা :
এবার শুভেন্দুর দূর্গে বিজেপির হানা। যে নন্দীগ্রাম অান্দোলন থেকে শুভেন্দু অধিকারী উঠে এসেছিলেন, সেই নন্দীগ্রামের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তাও অাবার সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে প্রায় জনা ৫০ মহিলা বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিংহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তমলুকে বিজেপির জনজাগরণ যাত্রার সভাতে কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের হাত দিয়ে জাহারানা বিবি, আয়েশা বিবি, সুলতানা পারভিনের মতো সংখ্যালঘু মহিলারা বিজেপিতে যোগদান করেন। এমনকি দলে যোগদান করার পরে তাঁরা সবাই বিজেপির স্লোগান ভারত মাতার জয়ও বলেন। সভা শেষে বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, তৃণমূলের তোষন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয় এরা বিজেপিতে যোগদান করেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan