নীল বণিক :
মমতার সঙ্গে সম্পর্ক মধুর রাখতে সনিয়ার ভরসা আহমেদ প্যাটেল। এব্যাপারে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সবচেয়ে বেশি পছন্দ তাঁর নিজের রাজনৈতিক পরামর্শদাতা আহমেদ প্যাটেলকেই।
সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে সনিয়া গান্ধী পাশে পেতে চাইছেন মমতাকে। অন্যদিকে আহমেদ প্যাটেলকে সনিয়ার নির্দেশ মমতার সঙ্গে তিনি যেন সবসময় যোগাযোগ রেখে চলেন। এমনকী এআইসিসির নেতারা রাজ্যে প্রচারে এলে আহমেদ প্যাটেলের সঙ্গে কথা বলেই মমতা বিরোধী সুর কতটা চড়াতে হবে বলে দলের ভিতরে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। দলের সর্বোচ্চ নেতৃত্বের মনোভাব বুঝতে পেরে আহমেদ প্যাটেলও মমতার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। এখন দেখার নতুন করে সনিয়া-মমতার মধুচন্দ্রিমা যাপন রাষ্ট্রপতি ভোটে নমোকে কতটা চাপে ফেলতে পারে!