ওয়েব ডেস্ক :
নামেও বিরাট, কাজেও। নামের এমন সার্থকতা আর ক’জনের আছে! ফোর্বস সারা বিশ্বের ১০০ খেলোয়াড়ের তালিক তৈরি করেছে। বিষয়— খেলোয়াড়দের রোজগারের তালিকা। এই ভারতের একমাত্র বিরাট কোহলির নাম রয়েছে। তালিকার নীচের দিকে থাকলে তো কী হয়েছে! তালিকাভুক্ত তো হয়েছেন বিরাট। ফোর্বসের তালিকায় নাম থাকাটা বিরাট সম্মানের। বিরাট সেই সম্মান তো পেলেন, এ তে কম কী!
ফোর্বেসের তালিকায় বিরাট আছেন ৮৯ নম্বরে। আর এক নম্বরে রোনাল্ড। রোনাল্ডর রোজগার প্রায় ছ’শো কোটি টাকা। ৮৯ নম্বরে থাকা বিরাটের আয় ১৫০ কোটিরও বেশি। আয়ের বেশিরভাগটাই এসেছে বিজ্ঞাপন থেকে। এখন বিরাটের এন্ডোর্সমেন্ট চার্জ নাকি শাহরুখের চেয়ে বেশি।