ওয়েব ডেস্ক:
অনেকেরই স্বভাব বাড়ির সবাই ঘুমিয়ে অন্ধকার ঘরে চুপিচুপি গোপন কিছু দেখার। কিংবা চ্যাট করা। সে ম্যাসেঞ্জারেই হোক বা হোয়াটসাপে! কেউ সেক্স চ্যাটও চালান। মাসের শেষে বিশাল অঙ্কের টাকাও গুনতে হয়! তখন মনে হয়, আর এসব করব না বাবা। কিন্তু ভাবা পর্যন্তই সার! আবার যে-কে-সেই!
আপনার পকেট থেকে শুধু যে টাকা যাচ্ছে তাই নয়, চোখ দুটোরও বারোটা বাজাচ্ছেন অজান্তেই। গ্রিন ট্রি মেডিক-এর এক রিপোর্টে জানা গেছে, ফোনের দিকে তাকিয়ে থাকার সময় ফোন থেকে বেরিয়ে-আসা সবুজ আলো চোখের পক্ষে ব্যাপক ক্ষতিকর! এমনকী চোখের রেটিনাও নষ্ট করে দিতে পারে। ঘুমোতে যাওয়ার আগে স্মার্ট ফোন ঘাঁটাঘাঁটি করলে চোখের ক্যানসার পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এছাড়া ঘুমের ক্ষতি তো হয়ই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন