Breaking News
Home / TRENDING / অভিনেত্রী-গায়িকা বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যু

অভিনেত্রী-গায়িকা বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যু

ওয়েব ডেস্ক:

অভিনেত্রীর রহস্যমৃত্যু—– কখনও শোনা যায় জানলা গলে পড়ে গিয়ে, কখনও-বা রাতে সেই শুলেন আর উঠলেন না আবার কখনও সিলিং থেকে ঝুলে পড়লেন। নিজে ঝুলেছেন না কেউ ঝুলিয়ে দিয়েছেন, তা আর বোঝার উপায় নেই! সুরতহাল রিপোর্ট না-আসা পর্যন্ত গালে হাত দিয়ে বসে থাকো!
গুরুগ্রামের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অভিনেত্রী-গায়িকা বিদিশা বেজবরুয়ার। বিদিশা অভিনয়ও করছেন গত সপ্তাহে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘জগগা জাসুস’-এ। সেই ছবিতে আছেন রণবীর কাপুর আছেন ক্যাটরিনা।
অসমের জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা বিদিশা। বাড়ি গুয়াহাটির উজান বাজার এলাকায়। মাস কমিউনেকশন নিয়ে পড়েছিলেন গুয়াহাটির কটন কলেজে। তারপর অভিনয় আর সঙ্গীতজগতে নিজেকে ব্যস্ত করেছিলেন। জানা গেছে, বিদিশার সঙ্গে বিয়ে হয়েছিল এক গুজরাতি ব্যবসায়ীর। তাঁর নাকি বিদিশার ফিল্মি কেরিয়ার নিয়ে খুশি ছিলেন না। এ থেকেই অশান্তির শুরু। এসব শোনা গেছে বিদিশার নিকটজনদের কাছে।
বিদিশার এই দাম্পত্য অশান্তি নাকি চলছিল অনেকদিন ধরেই। এই টানাপোড়েনের কারণেই নাকি আত্মহত্যা!
শোনা গেছে, বিদিশার বাবা একাধিকবার ফোন করে কোনও উত্তর পাননি। তখন তাঁর সন্দেহ হওয়াতে পুলিশে ফোন করেন। পুলিশকে বিদিশার বাড়ির ঠিকানাও দেন বিদিশার বাবা। তখন পুলিশ এসে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন বিদিশা বেজবরুয়ার স্বামী।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *