ওয়েব ডেস্ক :
পাকিস্তানের অধীনে সিন্ধু আর থাকতে চাইছে না। আলাদা দেশ করে দেওয়া হোক তাদের। নাম থাকবে সিন্ধ প্রদেশই। এমন শ্লোগানেই আপাতত কাঁপছে পাকিস্তান। বালুচিস্তান, পাশতুনিস্তানের পর এবার সিন্ধু প্রদেশও উত্তাল হয়ে উঠল বিক্ষোভে। পাকিস্তানের জবরদস্তি আর চলবে না বলেও শ্লোগান ওঠে মিছিলে।
মিছিলে শামিল মানুষেরা অভিযোগ করেন, পাক প্রশাসন তাঁদের প্রতি সহানুভূতিশীল নয়, এমনকী সিন্ধু প্রদেশের সাধারণ মানুষের ওপর চরম অত্যাচার করছে পাকিস্তান সেনা। যার ফলে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভও। এই কারণেই আন্দোলনের শুরু, পথে নামল সাধারণ মানুষ। অন্যদিকে বালুচিস্তানের মানুষ স্বাধীনতার জন্য মুখ খুললে তাঁদের নির্মমভাবে হত্যা করছে পাক সেনা, যার ছবিও প্রকাশ্যেও এসেছে। ভারতের কাছে সাহায্য চেয়েছে বালুচিরা। বার বার রাষ্ট্রসংঘের সামনে বিক্ষোভ দেখিয়েছে বালুচিস্তানের মানুষ। এবার সেই পথে রাস্তায় নামল সিন্ধু প্রদেশের মানুষ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন