বাস টার্মিনালের কাজ কেন এগোয়নি? তা নিয়েই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক বৈঠকে, ফের কাজ চালু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক বছর আগে বাস টার্মিনালের জমি শ্রীরামপুর পৌরসভা রাজ্যে সরকারের হাতে তুলে দেয়। কাজের বরাত দেওয়া হয় এইচআরবিসিকে। বেশ কিছু বছর আগে ভিন রাজ্যের এক ঠিকাদার সংস্থা কে ৫৫ কোটি টাকার কাজের বরাদ দেয়, দ্রুত গতিতে কাজ শুরু হলেও মাঝ পথে কাজ থমকে যায়। তবে কি কারণে কাজ বন্ধ হয়ে গেলো তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর। অভিযোগ, ওই ভিন রাজ্যের সংস্থার বিরুদ্ধে ব্যাংকে ঋণ নিয়ে সঠিক সময় ঋণ পরিশোধ না করার অভিযোগ আছে, ঋণ পরিশোধ না করায় তাদের সমস্ত সম্পত্তি কোর্টের নির্দেশে নিয়ে নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এরকম একটি সংস্থা কে কি ভাবে কাজের বরাদ্দ দিয়েছিল আইচআরবিসি?
এই বিষয়ে এইচআরবিসি চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পুরোটা শুনেছি এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নেবো আর নতুন করে কাজ চালু করার জন্য বলেছি। হুগলী জেলার BJP সভাপতি ভাস্কর ভট্রাচার্য বলেন, “পুরোটা চোর পুলিশ খেলা চলছে চোর কে বলা হচ্ছে টাকা চুরি করো, আর পুলিশ কে বলা হচ্ছে সজাগ থাকতে। সব জেনেই ওই সংস্থা কে কাজের বরাদ্দ দেওয়া হয়েছে”।
1991 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শ্রীরামপুর পৌরসভার থেকে একটি জমি চায় এলাকার যানজট কমানো ও উন্নয়ন করার জন্য, আর সেই জমিতে গড়ে উঠবে বাস টার্মিনাল। জমি না পেয়ে কাজটি থমকে যায়। টার্মিনালের কাজ বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য বিরোধী দল নেতা আব্দুল মান্নান বলেন, এই সরকারের নেতামন্ত্রীরা শুধু শিলান্যাস করতে পারে তারপর আর কোনও কাজ এগোয় না।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন