নিজস্ব সংবাদদাতা :
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ, বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন শিখা চট্টোপাধ্যায়। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল বিজেপির সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ,মুকুল রায় সহ বিজেপির নেতা কর্মীরা। ওই জনসভায় বিজেপিতে যোগ দেন শিখা। দিলীপ ঘোষ ও মুকুল রায় দলীয় পতাকা তুলে দেন শিখার হাতে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও সিপিএম থেকে অনেকেই বিজেপিতে যোগ দেন। প্রসঙ্গতঃ গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন শিখা। এরপর থেকে শুরু হয় বিজেপিতে যোগ দান নিয়ে জল্পনা। এরপর আজ এনজেপি স্টেশনের গেস্ট হাউসে মুকুল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন তিনি। অবশেষে সব জল্পনা শেষ করে বিজেপিতে যোগ দেন শিখা চট্টোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan