নীল বণিক
কলকাতা পুলিশের নাকের ডগায় বসে বৈঠক করে গেলেন নকশাল নেতা অলীক চক্রবর্তি।
চলতি সপ্তাহের মঙ্গলবার কলেজস্ট্রীটে বসে তিনি ভাঙড় আন্দোলনের পরবর্তী রুপরেখা নিয়ে বৈঠক করেন। সূত্রের খবর দুপুর দুটো নাগাদ এই বৈঠকটি হয়। তাতে বেশ কয়েকজন নকশাল নেতাও উপস্থিত ছিলেন। অাগামী ৯ জানুয়ারী কলকাতাতে ভাঙড় কৃষিজমি রক্ষা কমিটি রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মিছিল করবে। মিছিলটি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাবে। সূত্রের খবর ৯ ডিসেম্বর কলকাতার মিছিলে বেশ কয়েকজন নকশাল নেতা উপস্থিত থাকবেন। তবে অবশ্যই ছদ্মবেশে। কারণ তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রয়েছে। কলকাতার মিছিলের আগে বৃহস্পতিবার ভাঙড় জুড়ে ফের গন্ডোগল শুরু হয়। বোমা-গুলির লড়াইতে দুপক্ষের তিন জন অাহত হয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan