ওয়েব ডেস্ক :
পরিচালক করণ জোহারের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন সিদ্ধার্থ মালহোত্রা। আজ মুম্বই-এ করণ জোহারের বাড়ি থেকে বেরোনোর সময় শাটারবাগদের নজরে পড়ে যান এই হ্যান্ডসম নায়ক। তবে শুধু করণই নন, করণের দুই যমজ সন্তানের সঙ্গেও নাকি বেশ ভাব সিদ্ধার্থের।
পরবর্তী ছবিতে জ্যাকুলিন ফার্নান্ডেজের বিপরীতে এক জেন্টালম্যানের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। এ বিষয়ে জ্যাক্যুলিন জানান, “সিদ্ধার্থের সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স করা বেশ সহজ ব্যাপার। আমি নিজে একজন সবসময় এনার্জিতে ভরপুর থাকি, তাই অন স্ক্রিন রোম্যান্সেও সেটা সুবিধা হয়।”
অন্যদিকে সিদ্ধার্থ বলেন, “আমিও জ্যাক্যুলিনের সঙ্গে অন স্ক্রিন রোম্যান্সে খুব উপভোগ করি। ও এত এনার্জেটিক, যে মাঝেমধ্যে আমি ওকে হিংসে করি সারাদিন এত শুটিঙের চাপের পরও কিভাবে ও এত ইনার্জিতে ভরপুর থাকে।”
সেইসঙ্গে এদিন শহরে আনাচে কানাচে শাটারবাগদের নজরে পড়লেন সোহা আলি খান। এই মুহূর্তে তিনি উপভোগ করছেন মাতৃত্বকাল। অফ হোয়াইট পোশাকে বেবি বাম্প নিয়ে মিষ্টি দেখাচ্ছে সোহাকে।
তবে শুধুই ছুটি উপভোগ নয়। তিনি এখন অভিনেত্রী থেকে লেখিকা। তাই পেঙ্গুইন পাবলিকেশন থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর লেখা প্রথম বই ‘দ্য পেরিলস অফ মর্ডারেটলি ফেমাস’। যা মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
ছবি সৌজন্য : পিঙ্কভিলা
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন