নীল বণিক:
পাহাড়ে ক্রমশই বাড়ছে মোর্চার আন্দোলনের ঝাঁঝ। এদিকে সমতলে আলাদা রাজ্যের দাবিতে ফের শুরু হল কামতাপুরি আন্দোলন। সোমবার আলাদা রাজ্যের দাবিতে আলিপুরদুয়ারে পথে নামেন কামতাপুরি আন্দোলনের সমর্থকেরা। ভোর চারটে নাগাদ আলিপুরদুয়ার ডিভিশনের বাসুগাঁও স্টেশনে ট্রেন অবরোধ করেন কামতাপুরি সমর্থকেরা। ফলে এ রাজ্যের সঙ্গে অসমের ট্রেন পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। কাকভোরেই দাঁড়িয়ে যায় চারটি আপ গুয়াহাটি এক্সপ্রেস। ডালখোলাতে দাঁড়িয়ে যায় আপ গরিব রথ। এনজেপি-তে আটকে পড়ে কামরূপ এক্সপ্রেস। বাসুগাঁও স্টেশনে দাঁড়িয়ে যায় সরাইঘাট। কামতাপুরি আন্দোলনের ফলে সকালের মধ্যেই চারটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। এছাড়াও আটকে যায় পাঁচটি মালগাড়ি।
আলাদা রাজ্যের দাবিতে কামতাপুরি আন্দোলন বেশ কিছুদিন হিমঘরে ছিল। আবার সেই আন্দোলন প্রকাশ্যে আসায় নতুন করে পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন