ওয়েব ডেস্ক :
পারভিন ইকরামুল মজিদ এবং মারুফা বেগমের কন্যা পারভিন সুলতানা ১০ জুলাই অসমে জন্ম। অর্থাৎ আজ তাঁর জন্মদিন, তাঁর বাবাই তাঁর প্রথম গুরু। প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন ঠাকুরদা মোহাম্মদ নাজিফ খানের কাছে। পরবর্তী কালে কলকাতায় এলেন চিন্ময় লাহিড়ীর কাছে গান শিখতে।
৭০ দশকের প্রথমে তিনি পাতিয়ালা ঘরনার দিলশাদ খানের কাছে নাড়া বাঁধেন। দিলশাদের সঙ্গেই তাঁর বিবাহ হয়। পারভিনের গানের খ্যাতি ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। এমনকী সারা বিশ্বে।
মাত্র ২৬ বছর বয়েসেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। পদ্মভূষণ পান ২০১৪-য়। এক কন্যা সন্তানের জননী পারভিন। তাঁর গাওয়া গানের সিডির মধ্যে জনপ্রিয় হল ‘অ্যান আওয়ার অফ ইস্কটাসি’, ‘নারায়ণী’ এবং একটি সিডি প্রকাশ পেয়েছিল তাঁর নিজের নামেই ‘বেগম পারভিন সুলতানা’। শুধু গানের মঞ্চে তিনি দর্শককে মুগ্ধ করেছেন এমন নয়, সিনেমার গানেও তিনি সমান পারদর্শী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন