নিজস্ব সংবাদদাতা
ভারতের জরুরি অবস্থার সময় নিয়ে তৈরি ছবিকে ছাড়পত্র দিল না ভারতীয় সেন্সর বোর্ড। ৭৮ মিনিটের ওই মালয়ালম তথ্যচিত্রটির নাম, টোয়েন্টি ওয়ান মান্থস অফ হেল। ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কারণ হিসেবে সেন্সর বোর্ড জানিয়েছে, অতিরিক্ত হিংসা দেখান হয়েছে ছবিটিতে। তবে তথ্যচিত্রটির পরিচালক ইয়াড়ু বিজয়কৃষ্ণণ জানিয়েছেন, জরুরি অবস্থার সময়ে বন্দিদের উপর যে পুলিশি অত্যাচার হয়েছিল, তার উপরে ভিত্তি করে তৈরি তথ্যচিত্রটি। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ অনুমতি পেয়ে দিল্লিতে ছবিটির স্ক্রিনিং হয়। পরিচালকের কথায়, ‘সিবিএফসি’ বলছে, জরুরি অবস্থার সময় পুলিশের অত্যাচারের ধরণ এই তথ্যচিত্রে দেখান হয়েছে, তার প্রমাণ দিন। যদিও কেস রিপোর্ট ও সেই সময়ের কারাবাসে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেই ছবিটি তৈরি করেছি। কিন্তু সিবিএফসি সেই সময়ের লিখিত অত্যাচার নিয়ে সরকারের লিখিত প্রমাণ চাইছে।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan