নিজস্ব সংবাদদাতা
ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েসনের ডাকে সারা দেশ জুড়ে ১২ ঘণ্টা হাসপাতালের আউটডোর বনধ শুরু হয়েছে। কলকাতার আইএমএ-র সদস্যরা এই ধর্মঘটকে নৈতিক সমর্থন করেছেন। বিলের প্রতিবাদে কলকাতার ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে কালো ব্যাজ পরে চিকিৎসা করেছেন চিকিৎসকরা । অারজিকর, মেডিকেল কলেজে বনধে মিশ্র প্রভাব পড়েছে। তবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোর পুরোপুরি স্বাভাবিক ছিল। এসএসকেএম, এনআরএস এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ সহ শহরের ৫ মেডিকেল কলেজ হাসপাতালে কমবেশি একই চিত্র। কেন্দ্রের এই বিলকে মানতে রাজি নন জুনিয়ার চিকিৎসকরাও। তাঁদের দাবি অবিলম্বে এই ‘কালা বিল’ কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে। না হলে বৃহত্তর অান্দোলনে যাওয়ার হুমকি দেন জুনিয়ার চিকিৎসকরাও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan