Breaking News
Home / TRENDING / বিয়ের লোভ দেখিয়ে প্রতারণা, উধাও পাত্র

বিয়ের লোভ দেখিয়ে প্রতারণা, উধাও পাত্র

প্রসেনজিত ধর:

ঠিক যেন ক্রাইম থ্রিলার। ম্যাট্রিমনি সাইটে এনআরআই সুপাত্রের অ্যাড। ছোট শহরের পাত্রী পছন্দ করে চটজলদি বিয়ের প্রস্তাব। তারপর!! প্রতারণা করে চম্পট।
কিন্তু সবকিছুই এত তাড়াতাড়ি এগোচ্ছিল যে কিছু ভাবার সময়ই পাননি পাত্রী। একমাস আগেই পাত্র আদর্শ খুরানার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ওয়াটসঅ্যাপে কথা এগোলে স্মার্ট, সাবলীল আদর্শকে পছন্দও হয়। সামনের মাসেই দেশে এসে বিয়ে করে বিদেশে ফেরার প্রস্তাব দেয় প্রতারক আদর্শ। ভাল পাত্র, তাই হাতছাড়া করতে চাননি পাত্রীর বাড়ির লোক। দেখার আগেই, কোনও খোঁজখবর ছাড়াই বিয়ে ঠিক করে ফেলা হয়। এরপরই জাল ফেলে ধূর্ত আদর্শ। বলে পাত্রীর জন্য সোনার গয়না নিয়ে আসছে । কিন্তু দিল্লি বিমানবন্দরে কাস্টমস তা ধরে নিয়েছে। কয়েক লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড়াতে হবে।তাঁর কাছে অত ভারতীয় মূদ্রা নেই জানিয়ে পাত্রীর পরিবারের থেকে ধাপে ধাপে ৭লক্ষ টাকা নেয় সে। এরপর থেকেই আদর্শের
ফোন বন্ধ। তখনও পাত্রীর পরিবার অবিশ্বাস করেনি। দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন ওই নামে কোনও যাত্রীই আসেনি। এরপর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে পাত্রীর পরিবার। তবে প্রশ্ন রয়েই যাচ্ছে, কন্যাদায় কী আজও এত বড় যে পাত্র ভাল হলেই মেয়ের পরিবার কোনও খোঁজখবর না নিয়েই তাঁকে ঘাড় থেকে নামানোর চেষ্টা করে?

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *