Home / TRENDING / এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কারখানা খড়গপুরে

এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কারখানা খড়গপুরে

নীল বণিক  :

অবশেষে জমি সমস্যা কাটিয়ে উঠে দ্রুত নিজেদের প্রকল্প শেষ করতে চায় ইন্ডিয়ান অয়েল। খড়গপুরে রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানিটির কারখানা সম্প্রসারণের জন্য রাজ্যের কাছে জমির আবেদন করে। রাজ্য সরকার জমির আশ্বাস দিলেও সেই জমি অধিগ্রহণে কিছু সমস্যা ছিল বলে জানান সংস্থার জেনারেল ম্যানেজার রঞ্জনকুমার মহাপাত্র। যদিও সেই জমি সমস্যা আপাতত কাটিয়ে ওঠা গেছে বলে জানান রঞ্জনকুমার মহাপাত্র। জমি অধিগ্রহণ করে তার দখল নিয়েছে সংস্থা, জানান রঞ্জনকুমার মহাপাত্র। দু’বছরের মধ্যে নতুন কারখানাটির কাজ শেষ করতে চায় রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানিটি। এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কারখানা হবে এই খড়গপুরে। এখানে দিনে ৪০হাজার এলপিজির সিলিন্ডার তৈরি হবে। তাতে গোটা রাজ্যে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে ১০হাজারেরও বেশি মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে এও জানান রঞ্জনকুমার মহাপাত্র।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *