ওয়েব ডেস্ক
ভারতের আদিভাষা সংস্কৃত। এই ভাষা ভাঙতে ভাঙতে একাধিক ভাষার সৃষ্টি। ভারতীয় যে-কোনও ভাষায় সংস্কৃতের অবদান অপরিসীম। এবার সেই ভাষা এবং তার ইতিহাস শেখানো হবে জার্মানিতে।
বিভিন্ন জায়গায় অসংখ্য আবেদনপত্রও জমা পড়েছে সংস্কৃত শেখার জন্য। খুব শিগগিরিই সুইৎজারল্যান্ড এবং ইতালিতে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন স্পোকেন সংস্কৃত স্কুল শুরু করতে চলেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসিক্যাল ইন্দোলজির প্রধান ডা. অ্যাক্সেল মাইকেল জানান, “আমরা ১৫ বছর আগে যখন এই ক্লাস শুরু করেছিলাম। বছরখানেকের মধ্যে আবার তা প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু আমরা সেটা করিনি বরং শক্তি সঞ্চয় করে ইওরোপের অন্যান্য দেশগুলোতে তা আরও ছড়াতে শুরু করি।”
তিনি আরও জানান, “৩৪টি দেশের ২৫৪ জন পড়ুয়া অংশগ্রহণ করেছে এই কোর্সে। প্রতিবছর আমরা প্রচুর আবেদনপত্র বাতিল করতে বাধ্য হই।”
জার্মানি ছাড়াও বেশিরভাগ পড়ুয়ারা আসছেন আমেরিকা, ইতালি এবং ইংল্যান্ড থেকে।”
অধ্যাপক মাইকেল এও জানাতে ভোলেননি, “ধর্ম এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সংস্কৃতিকে যুক্ত করা বোকামো ছাড়া আর কিছুই নয়।”
এই সেমেস্টারে পড়ানো হবে আনন্দ মিশ্র-এর প্রারম্ভিক উপনিষদের মানবিক শরীরবিদ্যা ও মনোবিজ্ঞানের কোর্সগুলি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন