নিজস্ব সংবাদদাতা
এক হাতে তালি কখনও বাজে না। এই প্রবাদ বাক্যটাই সত্যি মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের ক্ষেত্রে। হাসিন শুরু থেকেই একের পর এক অভিযোগ আনছেন ভারতীয় ক্রিকেটার বিরুদ্ধে। কিন্তু, তিনি কি পুরোপুরি স্বচ্ছ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবার সামি মুখ খুলতেই পিছু হটেছেন হাসিন।
শুনুন হাসিন, নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে ফাঁসানোর আগে নিজের দিকটাও চিন্তা করুন। সামিকে ফাঁসিয়ে আপনার কী লাভ। তার আগে জানতে হবে, এত বছর ঘর করার পর হঠাৎই কেন অভিযোগ তুলতে গেলেন। যতদিন যাবে কেঁচো খুঁড়তে নানা কেউটে বেরোবে। এবং সেগুলো সবই হাসিনের বিরুদ্ধে যাবে, মিলিয়ে নিন। সামি অনেক ভদ্র, তাই তিক্ততা বাড়াতে চাইছে না। শুনুন হাসিন, অভিযোগ করার আগে একটু ভেবে করুন।
সামি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। একবারও ভাবলেন না, সামির কতটা ক্ষতি হবে। এতটা বছর তো কাটালেন। কই তখন তো বেশ ভালই ছিলেন। ময়দানে এত বছর সামি খেলছেন, কারর সঙ্গে খারাপ ব্যবহার করার কোনও অভিযোগ ওঠেনি এতদিন। হঠাৎ কী হল যে আপনি বোমা ফাটাচ্ছেন? বোমা অন্যের ফাটাচ্ছেন ঠিক আছে? এটা বুমেরাং হবে না তো? ভাবুন হাসিন একবার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan