ওয়েব ডেস্ক :
কর্তা-গিন্নি দু’জনেরই চরম ব্যস্ত শেডিউল। একজন অভিনয় নিয়ে ব্যস্ত তো অন্যজন মুম্বই-এর নামীদামী রেস্টুরেন্টের অন্দরসজ্জা এবং ছবির প্রযোজনা নিয়ে। শাহরুখ খান এবং গৌরী।
কিন্তু যেখানে ভালবাসা আছে সেখানে একে অন্যের জন্যে সময় বের করাই যায়। তাই এবার একসঙ্গে একটি অ্যাড স্যুটের ফাঁকে খানিকটা নিজেদের মতো সময় কাটালেন শাহরুখ-গৌরী।
সম্প্রতি সেই শ্যুটিং-এর ছবি টুইটারে পোস্টও করেছেন পরিচালক, মডেল পুনীত মালহোত্রা। যেখানে দেখা যাচ্ছে এসআরকে একটি সাদা টাক্সিডো (নৈশ ভোজের সময় পরিধেয় জ্যাকেট) পরে আছেন। যেখানে বেশ হ্যান্ডসামও দেখাচ্ছে কিং খানকে।
মুক্তির অপেক্ষায় রয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জব হ্যারি মেট সেজাল’, যেখানে দেখা যাবে শাহরুখ-অনুষ্কা জুটিকে। সেইসঙ্গে আনন্দ এল রাইয়ের ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। ‘জব তক হ্যায় জান’-এর পর আবার অনুষ্কা-ক্যাটরিনার চেনা জুটির দেখা মিলবে আনন্দ এল রাইয়ের ছবিতে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন