ওয়েব ডেস্ক :
কপিল শর্মার শো যখন মধ্যগগনে তখন সেই শোয়ে নিজের ছবির প্রমোশন করাতে রাজি হলেন না সলমন খান। উল্টোদিকে কপিলের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে সুনীল গ্রোভারের শোয়ে নিজের ছবি ‘টিউবলাটে’র প্রমোশন করালেন সল্লু ভাই।
কারণটা পরিষ্কার নয়। সুত্রের খবর বলছে, সলমনের আগের ছবি ‘সুলতান’-এর প্রমোশনে যখন কপিলের শোতে তিনি এসেছিলেন, তখন নাকি সলমনকে প্রায় ঘণ্টাখনেক অপেক্ষা করান কপিল আর তাতেই বেজায় চটেছিলেন ভাইজান। তবে কেউ কেউ বলছেন, অন্যান্য সময় সলমন নিজেই তাঁর প্রডাকশনের মেম্বারদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করান, তাই এক ঘণ্টা অপেক্ষা করাটা কোনও বড় কারণ হতে পারে না। অন্যদিকে কপিলের এক সহকর্মী জানান, “সলমন যে কপিলের শো বয়কট করলেন তা নিয়ে এতটুকু বিচলিত নন কপিল। তাঁর শোয়ে কেউ না আসতে চাইলে তাতে সমস্যা নেই।”
শুধু কপিলই নন, এর আগে শাহরুখ, সঞ্জয় লীলা বনশালী, হিমেশ রেশমিয়া, সুভাষ ঘাই-এর মতো একাধিক জনের সঙ্গেই মনোমালিন্য হয়েছে তাঁর, আবার সব ঠিকও হয়ে গেছে। তাই কপিলের সঙ্গে সল্লু ভাইয়ের মন কষাকষিও মিটে যেতে পারে মনে করছেন ফ্যানেরা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন