ওয়েব ডেস্ক :
যশ রাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘সুই ধাগা— মেড ইন ইন্ডিয়া’। শরৎ কাটারিয়ার পরিচালনায় এবং মনীশ শর্মার প্রযোজনায় এই ছবিতে দেখা যাবে একসঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মা এবং বরুণ ধাওয়ানকে। এদিন টুইট করে বরুণ জানান, তাঁদের জুটির পরদা-রসায়ন ছবিকে সাফল্য এনে দেবেই।
বরুণ বিশ্বাস করেন, ভারতে তৈরি জিনিসপত্র জনপ্রিয় করার জন্য আমাদের দেশে মানুষের কাছে তুলে ধরতে হবে। যেমন মহাত্মা গাঁন্ধী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিশ্বাস করেন, ভারতে তোইরি জিনিসপত্রই সারা বিশ্বের সেরা। তাঁদের এই বিশ্বাস বা মনোভাবকে দেশবাসীর সামনে তুলে দেখতে হবে।
অন্যদিকে এই ছবির চিত্রনাট্য শুনে বেজায় খুশি অনুষ্কাও। যদিও অনুষ্কার শেষ ছবি ‘ফিলৌরি’ বিশেষ বাজার করতে পারেনি বক্স অফিসে। যদিও আলিয়া ভাটের বিপরীতে বরুণের শেষ ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’ বক্স অফিস মাত করেছে।
এই মুহূর্তে অনুষ্কা ব্যস্ত শাহারুখের বিপরীতে ‘হ্যারি মেট সেজাল’ নিয়ে। বরুণও ব্যস্ত নিজের প্রযোজনার নতুন ছবি ‘জড়ুয়া২’ নিয়ে।
২০১৮-এ মুক্তি পাবে অনুষ্কা-বরুণের সুই ধাগা— মেড ইন ইন্ডিয়া।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন