Breaking News
Home / TRENDING / Russia-Ucrain war : পরিসংখ্যান বলছে, রাশিয়ার কাছে তুচ্ছ ইউক্রেন, দেখে নিন শক্তির বহর

Russia-Ucrain war : পরিসংখ্যান বলছে, রাশিয়ার কাছে তুচ্ছ ইউক্রেন, দেখে নিন শক্তির বহর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

সোভিয়েত গেছে তবু কাস্তে রয়ে গেছে!
গতকালকের, অর্থাৎ বুধবারের ইউক্রেনের একটা টপভিউ ছবি যদি আপনি যোগাড় করতে পারেন, তাহলে দেখতে পাবেন সেই কাস্তে! দেখবেন ২ লক্ষ রুশ সেনা কাস্তের আকারে ঘিরে রয়েছে ইউক্রেনের ভূখণ্ড।
আজ, বৃহস্পতিবার, সেই সেনাবাহিনী প্রবেশ করেছে ইউক্রেনে।
এমন অসম যুদ্ধ সাম্প্রতিক অতীতে কবে হয়েছে তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমরা একবার দেখেনি এই অসাম্যের নমুনা।
এই যুদ্ধে রাশিয়ার সক্রিয় সেনার সংখ্যা ৮ লাখ ৫০ হাজার। ইউক্রেনের মাত্র ২ লাখ ৫০ হাজার।

ট্যাঙ্ক, রাশিয়ার১২ হাজার ৫০০, ইউক্রেনের ২ হাজার ৬০০।

রাশিয়ার অস্ত্রে সজ্জিত গাড়ির সংখ্যা ৩০ হাজার, ইউক্রেনের ১২ হাজার।

আর্টালারি গান, রাশিয়ার ১৪ হাজার, আর ইউক্রেনের ৩ হাজার।

নৌবহর, রাশিয়ার ৬০০ টি আর ইউক্রেনের মাত্র ৩৮ টি।

রাশিয়ার সাবমেরিন সংখ্যা ৭০ আর উল্টোদিকে ইউক্রেনের একটিও সাবমেরিন নেই।

এ হেন অসম লড়ায়ের প্রাথমিক পর্ব দেখছে বিশ্ব। আরো কতদিন দেখতে হবে, সে কথা সময় বলবে‌‌।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *