প্রিয়াঙ্কা সাহা:
কিছুদিন ধরে সংবাদমাধ্যম সরগরম। রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়া হচ্ছে সিলেবাস থেকে সেই নিয়ে। পুরো বিষয়টি ঠিক নয় বলে দাবি করছেন ন্যাসের সদস্যরা। বৃহস্পতিবার ন্যাসের তরফ থেকে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তাঁরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী সুশান্ত সেনগুপ্ত, ন্যাসের সম্পাদক শিবশঙ্কর দাস-সহ অন্যান্যরা। তাঁরা জানিয়েছেন, ন্যাসের রেকমেন্ডশনে বলা হয়েছিল ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্ষন্ত ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে কয়েকটা পরিবর্তন করা হবে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও লেখা নেই বলে জানিয়েছন তাঁরা। কোনও এক ইংরেজি দৈনিক এই ধরনের ভুল খবর প্রকাশ করেছে বলে সেই দৈনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। এছাড়া ভুল খবর প্রকাশের জন্য দু’টি বাংলা দৈনিকও যদি তাঁদের ভুল স্বীকার না করে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা জানিয়েছেন, আরএসএস-এর সঙ্গে ন্যাসের কোনও সম্পর্ক নেই।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন