Breaking News
Home / TRENDING / বুদ্ধকে বারণ করেছিলাম ঋতব্রতকে রাজ্যসভায় পাঠাতে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন রেজ্জাক

বুদ্ধকে বারণ করেছিলাম ঋতব্রতকে রাজ্যসভায় পাঠাতে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন রেজ্জাক

নীল বণিক

সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তৃণমূলের থেকে যত না কুকথা শুনেছেন, তার চেয়ে ঢের বেশি শুনেছেন সেই সময় তাঁরই সহকর্মী, তাঁর ক্যাবিনেটের সদস্য রেজ্জাক মোল্লার থেকে।
এবার, ঋতব্রতর বিরুদ্ধে আলিমুদ্দিন ব্যবস্থা নেওয়ার পরেই রেজ্জাক আরও একবার সুযোগ পেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দুটো কথা শোনানোর। সুযোগের সদ্ব্যবহার করতে কালবিলম্ব করেননি নিজেকে ‘চাষার ব্যাটা’ বলে পরিচয় দেওয়া রেজ্জাক। চ্যানেল হিন্দুস্তানের কাছে উগরে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর এখনও জমে থাকা ক্ষোভ। বলেছেন, “ঋতব্রতকে রাজ্যসভায় টিকিট দিতে আমি বারণ করেছিলাম। দলের আরও অনেকে নিষেধ করেছিল। একপ্রকার জোর করে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল বুদ্ধ। আমি প্রতিবাদ করেছিলাম বলে দলের মধ্যে কোণঠাসা করা হয়েছিল আমায়।”
ঋতব্রত ইতিমধ্যেই বলেছেন, মহম্মদ সেলিম মুসলিম বলেই তাঁকে পলিটব্যুরোয় রাখা হয়েছে। এক্ষেত্রেও বিষোদগার করেছেন রেজ্জাক। বলেছেন, “আমার ভাবতে লজ্জা হচ্ছে। কী ভাবে এই দলটিতে এতদিন ছিলাম! একজন বাম সাংসদ হয়ে ঋতব্রত জাত তুলে সেলিমের সমালোচনা করল! আমার সঙ্গেও দলের অনেকের দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু কাউকে জাত তুলে গালাগালি দিইনি।” তাঁর মতে, নেতারা নতুন প্রজন্মকে ঠিক ভাবে মতাদর্শের শিক্ষা দিতে পারছেন না। যদিও সিপিএম ছেড়ে সরাসরি তৃণমূলে গিয়ে মন্ত্রী হওয়া রেজ্জাকের মুখে মতাদর্শের কথা শুনতে রাজি নয় সিপিএম ও শরিকদলের অনেকেই। “সেলিম মুসলিম বলেই পলিটব্যুরোয়… ” ঋতব্রতর এই বক্তব্যের মধ্যেও অনেকে খারাপ কিছু দেখছেন না। অন্তত রেজ্জাক বিষয়টিকে যেভাবে দেখাতে চাইছেন তা নিয়ে সিপিএমের অনেকেই ভিন্নমত পোষণ করছেন। তাঁদের বক্তব্য, উত্তর কলকাতা ছেড়ে সেলিমকে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে টিকিট দেওয়া হয়েছিল কেন? সংখ্যালঘু ভোট টানার জন্যে নয় কী!
বামেদের একটা বড় অংশ মনে করছেন, আদর্শের নাম করে ভণ্ডামি বন্ধ করে এবার বাস্তবের মুখোমুখি হওয়ার সময় এসেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন :- 

আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও

Spread the love

Check Also

পুলিশ ডায়রির আগেই পোস্টমর্টেম! দাহ করার পর এফআইআর! বিস্মিত সুপ্রিম কোর্ট

মঙ্গলবার আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মহিলা ডাক্তারকে ধর্ষণ-হত্যার তদন্তে …

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *